মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৩:১৪ অপরাহ্ন
এ ছাড়া অপর দুইজন হীমা আক্তার ও রতনকে বেকসুর খালাস প্রদানের আদেশ দেন আদালত।
মঙ্গলবার সকালে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবদুর রহিম এ রায় ঘোষণা করেন।
জানা গেছে, ২০১৩ সালের ১০ মে বিকালে লাকড়ি শুকানোকে কেন্দ্র করে তাড়াইল উপজেলার রতনপুর গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী হীমা আক্তারের সঙ্গে একই গ্রামের আ. রশিদের কন্যা মারুফা আক্তারের কথা কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে রাতের কোনো এক সময়ে মারুফা আক্তারকে গামছা দিয়ে হাত-পা বেঁধে ধান ক্ষেতের ড্রেনে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে আসামিরা।
এ ঘটনায় মারুফার পিতা আবদুর রশিদ বাদী হয়ে তাড়াইল থানায় পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। তাদের মধ্যে ৩ জনের বিরুদ্ধে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে।
এসএস