মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৩:৩১ পূর্বাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : আর মাত্র ক’দিন বাদেই পবিত্র ঈদ উল আযহা। আর এই পবিত্র ঈদ উল আযহার প্রধান বিষয়ই হচ্ছে পশু কোরবানীর মধ্যদিয়ে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। তাই এবারের ঈদ উল আযহাকে কেন্দ্র করে দাউদকান্দিতে বসছে ২১ টি কোরবানির পশুর হাট।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দাউদকান্দি পৌরসভা এলাকায় ২ টি, দাউদকান্দি সদর উত্তর ইউনিনে ২টি, গোয়ালমারী ইউনিয়নে ২টি, দৌলতপুর ইউনিয়নে ২টি, বিটেশ্বর ইউনিয়নে ৩টি, সুন্দরপুর ইউনিয়নে ১টি, গৌরীপুর ইউনিয়নের ২টি, মালিগাঁও ইউনিয়নে ২টি, ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নে ১টি, মারুকা ইউনিয়নে ২টি, পাঁচগাছিয়া ইউনিয়নে ১ টি, পদুয়া ইউনিয়নে ১টি মোহাম্মদপুর ইউনিয়নে ১টিসহ দাউদকান্দি উপজেলায় মোট ২১টি হাট বসবে।
এছাডড়াও স্থায়ী পশুরহাট হিসেবে ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের ১ টি বাজার করোনাকালিন স্বাস্থ্য বিধির কথা মাথায় রেখে উপজেলা প্রশাসনের অধিনে অনলাইনেও ক্রেতারা পছন্দ করে কোরবানির জন্য পশু ক্রয় করতে পারবেন।
কোরবানির হাটের গুরুত্ব অনুযায়ী ৪টি হাটকে গুরুত্বপূর্ণ হাট হিসেবে বিবেচনায় রেখেছে উপজেলা প্রশাসন। এসব হাটে স্থানীয় কৃষকদের পশুর পাশাপাশি ভারতীয় গরুর সমাগম যাতে না ঘটতে পারে সেদিকে নজরদারি থাকবে প্রশাসনের। এছাড়াও হাটগুলোতে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ইজারাদারদের নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
এদিকে দাউদকান্দি উপজেলায় এবছর খামারী ও কৃষক পর্যায়ে ১০হাজার ৮৭৫টি পশু পালন করা হয়েছে বলে জানা গেছে। তবে, করোনার প্রাদুর্ভাবের কারণে এবছর উপজেলায় চাহিদা রয়েছে আনুমানিক ১৬ হাজার ৫০২টি।
এ বিষয়ে নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান বলেন, কুমিল্লায় কোরবানির পশুর পর্যাপ্ত মজুদ রয়েছে, করোনা দূর্যোগের কারণে সামাজিক দূরত্ব নিশ্চিতে কাজ করবে প্রশাসন। এছাড়া অনলাইনে পশুক্রয় করার জন্য অ্যাপস চালু করা হয়েছে। তাই ইচ্ছে করলে পশুর হাটে না গিয়েও ঘরে বসে পশুক্রয় করা যাবে বলেও তিনি জানান। দাউদকান্দি উপজেলা প্রশাসনের সহায়তায় সেই লক্ষ্যে প্রতিটি ইউনিয়ন থেকে পাঁচটি করে খামারিদের গরু-ছাগলের তথ্য অনলাইনে দেয়া হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কাজী মো. তরিকুল আলম জানান, এ বছর দাউদকান্দি উপজেলায় কোরবানিযোগ্য সুস্থ্য-সবল পশুর সংখ্যা ১০হাজার ৯৮৫ টি এরমধ্যে গরু ৯হাজার ১টি, ছাগল ১৯শ ৪৫টি ও ভেড়ার ৩৯ টি।
দাউদকান্দি উপজেলায়কোরবানির পশু ক্রয় করতে আসা মানুষদের পছন্দের শীর্ষে থাকা সব ধরণের পশুই থাকছে হাটগুলোতে। এছাড়াও রেড চিটাগাং, ফ্রিজিয়ান, শাহীওয়াল, ছাগলের ক্ষেত্রেও দেশীয় ছাগল এছাড়াও যমুনাপাড়ি, বিটল জাতের ছাগল অন্যতম হিসেবে রয়েছে।
তাছাড়া প্রতি বছরের ন্যায় এ বছরও পশুর হাটে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের তত্ত্বাবধানে মেডিকেল টিম থাকবে পশুর হাটে। তাৎক্ষণিক কোনো পশুর অসুস্থ হয়ে পড়লে সেক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা প্রদানের ভেটেনারি মেডিকেল টিম উপস্থিত থাকবে।
এসএস