মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৩:২৩ পূর্বাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : কুমিল্লা আদর্শ সদর উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের হদগড়া এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালিত হবে এমন সংবাদের ভিত্তিতে একজনকে আটক করে ডিবি। কুমিল্লা সদর উপজেলার বলরামপুরের জয়নাল অবেদীনের ছেলে রাকিবুল আবেদীন প্রকাশ রাকিবকে ফায়ারিং ট্রিগার ও ট্রিগার পিন সংযুক্ত একটি বিদেশি রিভলবারসহ আটক করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখার ইন্সপেক্টর নজরুল ইসলামের নেতৃত্বে এসআই মুক্তল হোসেন, এসআই বলাই চন্দ্র দেবনাথ, এসআই গোলাম কিবরিয়ার ও সংগীয় ফোর্সের নেতৃত্বাধীন একটি অভিযানিক দল তাকে আটক করেছে।
মামলা সূত্রে জানা যায়, শুক্রবার (২৪ জুলাই) রাত ৯টায় নিয়মিত ডিউটি চলাকালীন শাসনগাছা এলাকায় অবস্থানকালে গোপন সংবাদ আসে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের হদগড়া এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার জন্য সন্ত্রাসীরা অবস্থান করছে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসী রাকিব দৌড়ে পালানোর চেষ্টা করেন। তবে তাকে আটক করতে সক্ষম হয় ডিবির সদস্যরা।
এসএস