বৃহস্পতিবার, ১৭ Jul ২০২৫, ০৯:১৭ পূর্বাহ্ন
নিহত সাবাত হোসেন। ছবি: সংগৃহীত
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : কুমিল্লা নগরীর পালপাড়া ব্রিজের নিচ থেকে সাবাত হোসেন (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত যুবক কুমিল্লা নগরীর বিষ্ণপুর (মুন্সেফ কোয়ার্টার) এলাকার ডা. লিয়াকত আলীর ছেলে। সাবাত নগরীর মিডল্যান্ড হাসপাতালের শেয়ারহোল্ডার এবং একটি বেসরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন।
কোতোয়ালি থানাধীন ছাত্রখিল ফাঁড়ি পুলিশ ইনচার্জ এসআই শাহিন কাদির জানান, বুধবার সকাল ৮টার দিকে স্থানীয়রা ব্রিজের নিচে লাশটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে।
শাহিন কাদির আরও জানান, নিহতের হাত কালো স্কসটেপ দিয়ে পেঁচানো ছিল। গতকাল রাতের যে কোনো সময় হত্যার পর তাকে নদীতে ফেলে দেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে নিহতের পরিবারের সদস্যদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
কোতোয়ালি থানার ওসি আনোয়ারুল হক জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার বিষয়ে জানতে তদন্ত চলছে।
এসএম