রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫১ পূর্বাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : ঘড়ির কাটায় সকাল ১০টা। কিন্তু রাজশাহীর আকাশে সূর্যের দেখা নেই। ঘন কুয়াশায় ঢাকা পড়েছে সূর্য। তাই কিছুটা বেড়েছে শীতের তীব্রতা। এর মধ্যেই গরম কাপড় জড়িয়ে যে যার কাজে ছুটছেন। ব্যস্ত হয়ে উঠেছে নগরী। রাজশাহীর বুধবারের (২০ জানুয়ারি) সকালটা ছিল এমনই।
মহানগরীর ঘোড়ামারা এলাকায় ভ্যানে সবজি নিয়ে যাচ্ছিলেন সাইদুল ইসলাম। তিনি বলেন, এত বেলা হলো সূর্যের দেখা নাই। তাই লোকজনেরও ঘুম ভাঙেনি। ভ্যান নিয়া খালি ঘুরছি। কেনার লোক নাই।
নগরীর কুমারপাড়া এলাকায় একটি বাড়ির দেয়াল রঙের কাজ করছিলেন শ্রমিক জুলফিকার আলী। তিনি বলেন, শীতের মধ্যে পানি নিয়ে কাজ করছি। ঠান্ডা ভালোই লাগছে। ওপরে উঠে কাজ করলে কনকনে বাতাসও লাগছে। তারপরও কাজ করে যাচ্ছি। কাজ ছাড়া তো আর উপায় নেই।
রাজশাহী আবহাওয়া অফিসের আবহাওয়া সহকারী আনোয়ারা খাতুন জানালেন, বুধবার ভোরে রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
আগের দিন মঙ্গলবার পদ্মাপাড়ের এ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রার পারদ সর্বোচ্চ উঠেছিল ২৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
এবার শীত মৌসুমে রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল গেল ২৯ ডিসেম্বর। সেদিন সর্বোচ্চ তাপমাত্রা পাওয়া গিয়েছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস। এরপর তাপমাত্রা কিছুটা বাড়লেও শীত কমেনি।
এসএস