মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০১:৫২ পূর্বাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : রাজধানীর কেরানীগঞ্জে একটি তিনতলা ভবন ধসে ডোবায় পড়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে কেরানীগঞ্জের মধ্য চরাইল খেলার মাঠের পাশের একটি তিনতলা ভবন ধসে ডোবায় পড়ে যায়।ফায়ার সার্ভিস সদরদফতরের কর্তব্যরত কর্মকর্তা লিমা খানম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকালে কেরানীগঞ্জের মধ্য চরাইল এলাকায় একটি তিনতলা ভবন হেলে ডোবায় পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। ঘটনাস্থলে পৌঁছে ভবনের ভেতর থেকে দমকল কর্মীরা পাঁচজনকে আহতাবস্থায় উদ্ধার করেছে।
তিনি আরও বলেন, এর আগে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। সেখান থেকে মোট সাতজনকে উদ্ধার করা হয়েছে। ভবনের ভেতর আর কেউ আটকা পড়েছে কি-না ফায়ার কর্মীরা তল্লাশি করে দেখছেন।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম জানান, কেরানীগঞ্জের মধ্য চরাইল এলাকায় ভবন ডোবায় হেলে পড়ার ঘটনায় এ পর্যন্ত আহত সাতজনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
এসএস