মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৮:১৬ পূর্বাহ্ন
দুই বাংলার দর্শকনন্দিনী এই নায়িকাকে দুই মাস আগেই নায়িকা হিসেবে চূড়ান্ত করেছেন কৌশিক। সম্প্রতি জানা গেছে, অর্ধাঙ্গিনী সিনেমায় জয়া জনপ্রিয় অভিনেতা কৌশিক সেনের বিপরীতে অভিনয় করতে চলেছেন।
পরিচালক কৌশিক গাঙ্গুলি ভারতীয় একাধিক গণমাধ্যমকে এমন খবরই নিশ্চিত করেছেন। আর সেই সূত্রে ‘অর্ধাঙ্গিনী’ হতে যাচ্ছে কৌশিক সেন ও জয়া জুটির প্রথম চলচ্চিত্র।
নির্মাতা জানান, দুই মহিয়সী নারীর গল্প নিয়ে নির্মাণ হবে ‘অর্ধাঙ্গিনী। এই দুটি চরিত্রে অভিনয় করবেন জয়া ও চূর্ণী। তাদের একজনের স্বামী ও অন্যজনের প্রাক্তন প্রেমিক হিসেবে দেখা যাবে কৌশিককে।
জয়া কৌশিক ছাড়াও সিনেমাতে অভিনয় করবেন চূর্ণী গঙ্গোপাধ্যায়, আম্বারিশ ভট্টাচার্য, পূরব শীল আচার্য প্রমুখ।