মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৩:০২ অপরাহ্ন
ফাইল ছবি
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : ফসলের ক্ষেত নষ্ট করার অভিযোগে রাজশাহীর বাগমারায় স্বামী পরিত্যক্তা এক নারী ইউপি সদস্যের হাতে নির্যাতিত ও লাঞ্ছিত হয়ে বিষপানে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার (১ জানুয়ারি) উপজেলার বড়বিহানালী ইউনিয়নের বাগান্না গ্রামে এ আত্মহত্যার ঘটনা ঘটে।
এ ঘটনায় ওই নারীর ভাই সাইফুল ইসলাম বাদি হয়ে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩-৪ জনের নামে থানায় একটি হত্যার প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেছেন। রাতেই অভিযান চালিয়ে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইউপি সদস্যের ভাই আব্দুল করিমকে (৫৫) গ্রেপ্তার করেছে।
বাগমারা থানার পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বড়বিহানালী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আব্দুল মজিদের সঙ্গে আক্তারুন্নেছার পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দ্বন্দ্ব চলে আসছিল। এ নিয়ে মাস দুয়েক আগে ওই নারী বাদি হয়ে আদালতে ইউপি সদস্য আব্দুল মজিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
মামলা করায় ইউপি সদস্য ক্ষিপ্ত হয়ে আক্তারুন্নেছাকে শায়েস্তা করতে গত মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাতে ক্ষেতের ফসল নষ্টের অভিযোগে তাকে বাড়ি থেকে ধরে এনে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করেন।
খবর পেয়ে রাতেই ইউপি চেয়ারম্যান মাহামুদুর রহমান মিলন গ্রাম পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে উদ্ধার করে বাড়ি পৌঁছে দেন।পরে গত বুধবার (১ জানুয়ারি) ওই নারী বিষপান করেন। বাড়ির লোকজন বিষয়টি জানতে পেরে দ্রুত স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।
নিহত আক্তারুন্নেছার ভাই দাবি করে করে বলেন, নির্যাতনের ঘটনায় লজ্জায়, ক্ষোভে ও অপমানে বোন বাড়ি ফিরে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে।
এদিকে এই মৃত্যুর খবর পেয়ে বাগমারা থানার পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পরে সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন দেব ঘটনাস্থল পরিদর্শন করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাগমারা থানার পুলিশকে নির্দেশ দেন।
অভিযুক্ত ইউপি সদস্য আব্দুল মজিদ জানান, ওই নারীর সঙ্গে পারিবারিক দ্বন্দ্ব ছিল। তাকে বেঁধে রেখেছিলাম কিন্তু কোনো নির্যাতন করিনি।
বাগমারা থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান বলেন, অন্য অভিযুক্তদের ধরতে পুলিশি অভিযান চলছে।
এসএস