শনিবার, ১২ Jul ২০২৫, ০৯:২৮ পূর্বাহ্ন
প্রতিকী ছবি
স্বতন্ত্র কাউন্সিলর প্রার্থী সাইফুল ইসলাম রুমীর নির্বাচনী অফিস ভাংচুর ও সমর্থকদের মারধরের ব্যাপারে তার স্ত্রী সায়মা খানম জানান, গতকাল রাত সাড়ে ৮টার দিকে ৮৬/১ নম্বর বাসার নিচতলায় মুখোশধারী দুর্বৃত্তরা এ হামলা চালায়। তারা চেয়ার-টেবিল ভাংচুর ও ভোটার তালিকাসহ অন্যান্য কাগজপত্র ছিঁড়ে ফেলে। তাদের মারধরে অন্তত তিন কর্মী-সমর্থক আহত হন। এ সময় দুর্বৃত্তরা আশেপাশের লোকজনকে হুমকি দিয়ে ভোটকেন্দ্রে যেতে নিষেধ করে।
এদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ড স্বতন্ত্র কাউন্সিলর প্রার্থী তারিকুল ইসলাম সজীবের বাসায় হামলার ঘটনা ঘটে। শুক্রবার সন্ধ্যায় সজীবের হাজারীবাগের বাসায় প্রতিপক্ষ আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জিন্নাত আলীর লোকজন এই হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি। তারিকুল ইসলাম বলেন, রাত ৮টার দিকে জিন্নাত আলীর একদল ক্যাডার আমার বাসায় হামলা চালায়। এসময় তারা বাসার জিনিসপত্র তছনছ করে। আমার পোলিং এজেন্টদের হুমকি ধমকি দেয়া হচ্ছে।
অপরদিকে রাজধানীর চকবাজারের পূর্ব ইসলামবাগে শুক্রবার সন্ধ্যায় আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলরের সমর্থকরা বিএনপি’র সমর্থক নাজির হোসেন হোসেন মোল্লাকে (৫০) কুপিয়ে গুরুতর আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আহত নাজির পেশায় দুধ ব্যবসায়ি। তিনি ২৯ নম্বর ওয়ার্ডে বিএনপি মনোনিত কাউন্সিলর প্রার্থী হাজী মোঃ শহিদুল ইসলাম বাবুলের (রেডিও মার্কা) সমর্থক।
তবে চকবাজার থানার ওসি মওদুদ ইসলাম বলেন, দুই প্রার্থীর সমর্থকরে মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে একজন পড়ে গিয়ে আহত হন। ছুরিকাঘাতের কোনো ঘটনা ঘটেনি। ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।
অন্যদিকে ঢাকা উত্তরা ৭ নম্বর ওয়ার্ডের স্বতন্ত্র প্রার্থী নাসির উদ্দিন এর বাসায় হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি জানান, দুর্বৃত্তরা তার ওপর হামলা চালালে তিনি আহত হন এবং তার গাড়ি ভাঙচুর করা হয়েছে।
অন্যদিকে পুরান ঢাকার নবাবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, গেন্ডারিয়ার মনিজা রহমান হাই স্কুুল ও ৬১ নম্বর ওয়ার্ডের জনতাবাগ হাই স্কুুল ভোটকেন্দ্রের সিসিটিভি ক্যামেরার তার কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এছাড়া মিরপুর-১ নাম্বারের নবাবেরবাগ এলাকার আলফা বাংলা স্কুল ভোট কেন্দ্রের সিসিটিভি বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে।
এসএস