শনিবার, ১০ মে ২০২৫, ০২:০৫ অপরাহ্ন
এদের মধ্যে আকাশ (২০) নামে এক বুদ্ধি প্রতিবন্ধী ও বৃদ্ধা পরিচ্ছন্নতাকর্মী। তাদের বিরুদ্ধে মেট্রোপলিটন কোতোয়ালি থানা পুলিশের এসআই বিল্লাল হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। বুধবার তাদের রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
এ ঘটনায় কোনো পূর্ব পরিকল্পনা করা হয়নি এবং এর সঙ্গে বিরোধী রাজনৈতিক দলের কেউ জড়িত নয়। সিসিটিভি ক্যামেরার ফুটেজের মাধ্যমে খুব কম সময়ের মধ্যে এ ঘটনার সবকিছু উদঘাটন করা হয়েছে।
বুধবার রাতে নিজ অফিসে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহা. আব্দুল আলীম মাহমুদ।
তিনি জানান, কুড়িগ্রামের নাগেশ্বরীর গাগলা গ্রামের রেখা বেগম (৩৮) ও মোজাম্মেল হোসেনের দম্পতির ছেলে বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের বৃত্তিমূলক শ্রেণির ছাত্র আকাশ মিয়া (২০)। সে নিজ স্কুলে বিজয় দিবসের অনুষ্ঠানে অংশ নেয়। পরবর্তীকালে রাতে সেখান থেকে রংপুর আসে এবং রাস্তায় ঘুরতে থাকে। একপর্যায়ে সে ক্ষুধার্ত হয়ে পড়ে।
তার কাছে কোনো টাকা না থাকায় মধ্যরাতের পর বঙ্গবন্ধু ম্যুরালের পুষ্পস্তবকে রাখা ককশিটগুলোতে টান দিলে সবগুলো নিচে পড়ে যায়। সেখান থেকে ফুলগুলো খুলে আলাদা করে। এরপর সকাল থেকে ককশিটগুলো নিয়ে সুরভী উদ্যানের বিপরীতে অবস্থিত ফুলের দোকানগুলোর সামনে অপেক্ষা করতে থাকে। একপর্যায়ে বাদশা ফুল বিতানের মালিক শাকিল হাসান সকাল সাড়ে ৯টায় দোকান খুললে আকাশ তার কাছে এ সব দিয়ে ১০০ টাকা চায়।
দোকানদার তাকে ১০০ টাকা দিলে সে সেখান থেকে চলে যায়। পুলিশ ওই দোকান থেকে এ সব ককশিট উদ্ধার ও সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে তদন্ত শুরু করে। এর পর ফুলের দোকান মালিককে আটক করে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার রহস্য উন্মোচন হয়। পরে ওই প্রতিবন্ধী যুবককে গ্রেফতার করা হয়।
আরপিএমপি কমিশনার আরও বলেন, রংপুর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মী নগরীর কোতোয়ালি থানার মুন্সিপাড়া মৃত হাসান আলীর স্ত্রী ছখিনা বেগম (৬০)। তিনি মঙ্গলবার ভোরে পরিচ্ছন্নতার কাজ শেষে বাসায় ফেরার পথে আকাশ মিয়ার ফেলে যাওয়া কিছু বাঁশের লাঠি বঙ্গবন্ধু ম্যুরালের সামনে থেকে কুড়িয়ে তার বস্তির বাড়িতে নিয়ে যান।
জিজ্ঞাসাবাদের সময় ছখিনা বেগম পুলিশকে জানান, লাঠিগুলো সংগ্রহের সময় লাল জ্যাকেট ও কালো প্যান্ট পরিহিত একজন যুবক পেছন দিক থেকে চলে যায়। আকাশ মিয়াকে পুলিশ হেফাজতে নেয়ার সময় থেকেই ওই পোশাক পরিহিত অবস্থায় ছিল। সিসিটিভির ফুটেজের মাধ্যমে ঘটনাটি দ্রুত শনাক্ত করা গেছে।
তিনি জানান, এ ঘটনায় কোনো বিরোধী রাজনৈতিক দল সম্পৃক্ত নয়। ঘটনাটি পূর্ব পরিকল্পনার অংশহিসেবেও করা হয়নি। এ ঘটনায় একটি মামলা হয়েছে এবং ওই মামলায় আকাশ মিয়া ও ছখিনা বেগমকে জেলহাজতে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, ঘটনাটি নিয়ে মঙ্গলবার সকাল থেকে সড়ক অবরোধ করে জড়িতদের বিএনপি-জামায়াত আখ্যায়িত করে তাদের গ্রেফতারের দাবি জানিয়ে আসছিল জেলা ও মহানগর আওয়ামী লীগ।
এসএম