সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০১:৩১ পূর্বাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : ঢাকা মহানগর উত্তরে বিএনপির প্রতিবাদ সমাবেশ শুরু হয়েছে। বুধবার (১০ মার্চ) দুপুর দুইটায় সমাবেশে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও দুপুর ১২টার পর থেকেই সমাবেশস্থলে ঢাকা ও এর আশপাশের এলাকা থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে শুরু করেন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত দুপুর ১টা ৩৫ মিনিটে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) নির্ধারিত খিলগাঁও তালতলা মার্কেটের সামনে সমাবেশস্থলে নেতাকর্মীর ঢল নামে। সমাবেশে অংশ নেয়া নেতাকর্মীরা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার, সাজা প্রত্যাহার এবং বিএনপি ও এর অঙ্গ সংগঠনের সব নেতাকর্মীর মুক্তির দাবিতে বিভিন্ন ধরনের স্লোগানে দিয়ে চলেছেন।
আজকের সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের স্থায়ী কমিটির সদস্য ও ছয় সিটি করপোরেশনের দলটির সাবেক মেয়র প্রার্থীরা বক্তব্য দেবেন।
এর আগে ২৩ শর্তে বিএনপিকে রাজধানীতে সমাবেশ করার অনুমতি দেয় ডিএমপি। মঙ্গলবার বিকেলে পুলিশের পক্ষ থেকে বিএনপিকে সমাবেশের এই অনুমতি দেয়া হয়।
দেশব্যাপী নিরপেক্ষ নির্বাচন ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে এ সমাবেশ করছে বিএনপি।
এর আগে গত ৭ মার্চ সমাবেশের অনুমতি চেয়ে ডিএমপির কাছে আবেদন করে বিএনপি। আবেদনে মোহাম্মদপুর থানার শহীদ পার্ক মাঠে ১০ মার্চ দুপুর আড়াইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে সমাবেশ করার কথা জানায় দলটি। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে ডিএমপি ২৩টি শর্ত দিয়ে বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেয়।
প্রসঙ্গত, গত ৫ ফেব্রুয়ারি পাঁচ বিভাগীয় শহরে ছয়টি সমাবেশ কর্মসূচি ঘোষণা করে বিএনপি। এরই মধ্যে তিন বিভাগে সমাবেশ করেছে দলটি। আগামী ২০ মার্চ চট্টগ্রামে সমাবেশ হবে। এর আগে আগামী ১৬ মার্চ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে হবে আরেকটি সমাবেশ। এজন্য নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, ব্রাদার্স ইউনিয়ন ক্লাব মাঠ ও সোহরাওয়ার্দী উদ্যান- এই তিনটি স্থানের অনুমতি চাওয়া হয়েছে।