রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০২:৩৫ অপরাহ্ন
খুলনায় র্যাবের হাতে আটক জঙ্গি সংগঠন আল্লাহর দলের দুই সক্রিয় সদস্য।ছবি-সংগৃহীত
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : খুলনায় নিষিদ্ধ ঘোষিত ইসলামী জঙ্গি সংগঠন আল্লাহর দলের দুই সদস্যকে আটক করেছে র্যাব-৬। বুধবার দিবাগত রাতে নগরীর ফুলবাড়ি গেট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক দুইজন হলেন- যশোর জেলার ঝিকরগাছা উপজেলার কায়েমকোলা গ্রামের মোফাজ্জেল হোসেন মোল্লার ছেলে আল-মামুন (৩৪) ও একই গ্রামের মৃত আব্দুল হক মণ্ডলের ছেলে রফিকুল (৩৫)।
র্যাব জানায়, গোপনে খবর পেয়ে বুধবার দিবাগত রাত সোয়া ১টার দিকে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় আটকদের কাছ থেকে একটি মোবাইল ফোন, একটি মেমোরি কার্ড, দুটি সিম কার্ড উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আল-মামুন ও রফিকুল দীর্ঘদিন ধরে আল্লাহর দলের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। জিজ্ঞাসাবাদে তারা জানায়, দেশের বিভিন্ন জায়গা থেকে সদস্য নির্বাচন, বিভিন্ন উৎস হতে টাকা সংগ্রহ এবং কর্মীদের বায়াত গ্রহণ করানোর মাধ্যমে দলীয় শক্তি বৃদ্ধির কাজে নিয়োজিত ছিল। এছাড়া তারা সংগঠনকে শক্তিশালী করতে দলীয় মিটিং, উগ্রবাদী বই বিতরণ, অর্থ প্রদান ও আদায় এবং সংগঠনে সম্পৃক্ত হওয়ার জন্য দাওয়াত প্রদানসহ বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আসছিল। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, ইতিপূর্বে র্যাব-৬ খুলনা মহানগরী এলাকায় অভিযান চালিয়ে আল্লাহর দলের বেশ কয়েকজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করে।
এসএস