বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৯:০২ পূর্বাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা ইউনিয়নের গোবিন্দকাটি গ্রামে মাছের ঘেরের পানিতে ডুবে দেড় বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২২ জানুয়ারি) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত শিশু রাজমী আক্তার গোবিন্দকাটি গ্রামের নাজমুল ইসলাম রানার মেয়ে।
স্থানীয়রা জানান, সকালে বাড়ির উঠানে খেলা করছিল রাজমী আক্তার। সকলের অগচরে বাড়ির পাশে মাছের ঘেরে পড়ে যায়। পানি থেকে ওঠানোর আগেই মারা যায় মেয়েটি।
ঝাউডাঙ্গা ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য প্রার্থী আজাদ হোসেন জানান, শিশুর সকালে মাছের ঘেরের পাশে গিয়ে পানিতে পড়ে যায়। দ্রুত উদ্ধার করা হলেও শেষ রক্ষা হয়নি।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, পানিতে ডুবে শিশুর মৃত্যু হয়েছে বলে জেনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এসএস