শুক্রবার, ১৮ Jul ২০২৫, ০৩:১২ অপরাহ্ন
পুলিশ জানায়, রাতে সোর্সের মাধ্যমে খবর পেয়ে বৈরাগির বাজারের ব্যবসায়ী কেশব সাহার ঘরে অভিযান চালানো হয়। এসময় সোর্সের দেওয়া তথ্যমতে, ওই ঘর থেকে গাঁজাসহ কেশবকে আটক করা হয়।
পরে কেশবকে থানায় এনে জিজ্ঞাসাবাদের পর সে মাদক ব্যবসায় জড়িত না বলে জানায় এবং তাদের সাথে জায়গা জমি নিয়ে একই এলাকার বেলালের বিরোধ আছে বলে জানায়। এর সূত্র ধরে সোর্সের দেওয়া তথ্যে চরবজলুল করিম গ্রামে অভিযান চালিয়ে বেলালকে আটক করা হয়।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ উদ্দিন জানান, কেশবকে গাঁজা দিয়ে ফাঁসানো চেষ্টার বিষয়টি প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেলাল স্বীকার করেছে। কেশবের বাবা ভূপেশ সাহার সাথে জায়গা জমি নিয়ে বিরোধ রয়েছে বেলালের। এ নিয়ে আদালতে তাদের মধ্যে মামলাও চলছে। ঘটনায় বেলালের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
এসএম