মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৩:১৪ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : রাজশাহীর গোদাগাড়ীতে কলেজছাত্র হাবিবুর রহমান শান্ত (১৮) হত্যাকাণ্ডে এক নারীসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকাল ৯টার দিকে তাদের গ্রেফতার দেখানো হয়।
গ্রেফতারকৃত হল- কদমশহর এলাকার মৃত বোরহানুল ইসলামের ছেলে আজিবুর রহমান (৫০) ও আজিবুর রহমানের মেয়ে মান্জুরা বেগম (২৫)। এর আগে হত্যার দিন আজিবুরের স্ত্রী মর্জিনাকে আটক করে জেল হাজতে পাঠানো হয় বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা।
প্রেমতুলি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল বারী বলেন, কলেজছাত্র শান্ত হত্যাকাণ্ডের ঘটনায় ৫ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন তার বাবা সাদিকুল ইসলাম। তাদের মধ্যে তিনজনকে আটক করা সম্ভব হয়েছে। এই মামলায় মর্জিনাকে আদালতে চালান দেওয়া হয়। শান্ত দামকুড়া কলেজের একাদশ শ্রেণি ছাত্র।
প্রসঙ্গত, ২১ নভেম্বর বিকেলে উপজেলার কদমশহর এলাকার দামকুড়া উচ্চ বিদ্যালয়ের মাঠে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বাকবিতণ্ডা হয়। পরে স্থানীয় বাজারে শান্তকে ছুরিকাঘাত করে মাজু। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এসএম