মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৪:৪০ অপরাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : স্থানীয়দের দেয়া ৯৯৯-এর কল পেয়ে গোলাপগঞ্জ পৌর এলাকার সরস্বতী নিজগঞ্জ গ্রাম থেকে ইয়াবাসহ বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) সকাল ৬টার দিকে তাদেরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
এসময় তাদের কাছ থেকে ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন গোলাপগঞ্জ সরস্বতী নিজগঞ্জ গ্রামের মস্তকিন আলীর ছেলে মলিক মিয়া (৬০) ও তার ছেলে লিমন আহমদ (২৪)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোরে ইয়াবা বিক্রির জের ধরে বাবার সাথে ছেলের হাতাহাতি হয়। একপর্যায়ে বিষয়টি দেখে স্থানীয় এলাকাবাসী জরুরী সেবা ৯৯৯ কল করলে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ এসে তাদেরকে আটক করে নিয়ে যায়। এদিকে পুলিশ জানিয়েছে তারা (বাবা-ছেলে) দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সাথে জড়িত।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানাসহ আশেপাশের উপজেলায় একাধিক মাদক মামলা রয়েছে।
এসএস