সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০২:১৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: গোল্লাছুট সুপারস্টার প্রতিযোগীতায় সংগীতে চ্যাম্পিয়ন হয়েছেন সাভারের পরিচিত মুখ বিশিষ্ট সংগঠক সংগীত শিল্পী ডাক্তার মনোয়ারা মনি। শনিবার দেশ বরেন্য সুরকার ও সংগীত পরিচালক শেখ সাদী খানসহ বিশিষ্টজনরা এক অনুষ্ঠানের মাধ্যমে সংগীতে স্বীকৃতি হিসেবে এ পূরস্কার ডাক্তার মনোয়ারা মনির হাতে তুলে দেন।
সমাজ কল্যানমূলক সংগঠন গোল্লাছুট শিশু কিশোরদের মেধা বিকাশে দীর্ঘদিন ধরে কাজ করছে । সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীতে এবারে রাজধানীর সেগুন বাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনষ্টিটিউট মিলনায়তনে গোল্লাছুট সংগীত সুপারস্টার প্রতিযোগীতা,শিল্প সাহিত্য ও সংস্কৃতি সম্মাননা পূরস্কার প্রদান করে। এ সময় বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন বিচারপতি এস এম মজিবুর রহমান,আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের উপ-সচিব এস এম সাফায়েত হোসেন সবুজ,খ্যাতিমান সেতার বাদক প্রফেসর রীনাত ফওজিয়া,পদ্মা সেতুর নিরাপত্তা উপদেষ্টা রাশেদুল ইসলাম,গোল্লাছুটের প্রতিষ্ঠাতা আজহারুল ইসলাম,তার সহধর্মীনি সংগঠক লিমা ইসলাম লিপু প্রমুখ। সংগীত শিল্পী ডাক্তার মনোয়ারা মনি ডেল্টা মেডিকেল কলেজের সহকারি অধ্যাপক, ডেন্টাল সোসাইটি ঢাকা জেলা উত্তরের জেনারেল সেক্রেটারি, সাভার সিটিজেন ক্লাবের নির্বাহী সদস্য,আইডল লেডিস ক্লাব সাভারসহ বিভিন্ন সংগঠনের সাথে জড়িত। ডাক্তার মনোয়ারা মনির গোল্লাছুট সুপারস্টার প্রতিযোগীতায় সংগীতে চ্যাম্পিয়ন হওয়ায় সাভার সিটিজেন ক্লাবের সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান লিটন ও সাধারন সম্পাদক শাখাওয়াত হোসেন এক বিবৃতিতে তাকে অভিনন্দন জানিয়েছেন।
এবারে গোল্লাছুট সুপারস্টার প্রতিযোগীতায় বিভিন্ন ইভেন্টে অনেকের মধ্যে বিজয়ী হন মালিহা ফাইরুজ রাইসা,রামিসা রওজাত মৃহাত,জুয়াইরিয়া সারিন,ইয়ানা ইপ্তিসা ইতু,অপ্সরা দেবনাথ,সায়মা আক্তার এ্যানী,আনিসা আমিন,তাজমেরী তাজ মুত্তিকা।