মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৩:১৭ অপরাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে নির্বাচন করবেন তিনি। এজন্য সুদূর সৌদি আরব থেকে ছুটে আসেন। দেশে ফিরেই ঢাকা থেকে হেলিকপ্টারে করে ছুটে আসেন পাকুন্দিয়ায়। তার আগমনে ভিড় করে শত শত মানুষ। হেলিকপ্টার থেকে নামার পর এলাকার মানুষ তাকে ফুল দিয়ে বরণ করেন।
হেলিকপ্টার আসা এই ব্যক্তির নাম শাহাবুদ্দিন। নির্বাচনী প্রচারণায় অংশ নিতে তিনি সৌদি থেকে ঢাকায় চলে এসেছেন। এরপর হেলিকপ্টারে করে আসেন নিজ এলাকায়। তার হেলিকপ্টারে করে আসা ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
তবে এলাকার মানুষকে সেবা দিতেই দীর্ঘ ২৭ বছর পর বিদেশ থেকে ছুটে এসেছেন বলে জানালেন উপজেলার খামা গ্রামের হাজি মাহমুদ হোসেনের ছেলে শাহাবুদ্দিন।
জানা গেছে, পাকুন্দিয়া উপজেলার এগারসিন্ধুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে এখনো তফসিল ঘোষণা হয়নি। তবে নিজেকে আগাম চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করে প্রচারণা চালিয়ে আসছিলেন সৌদি আরব প্রবাসী শাহাবুদ্দিন।
সোমবার (৪ জানুয়ারি) দুপুরে ঢাকা থেকে হেলিকপ্টারে চড়ে বাড়ি ফেরেন তিনি। স্থানীয় আমতলী বালিকা স্কুল মাঠে তাকে বহনকারী হেলিকপ্টার অবতরণ করে। হেলিকপ্টারে তার আগমন সংবাদে মাঠে জড়ো হন বিভিন্ন বয়সের কৌতূহলী হাজারও মানুষ। এ সময় আনন্দ-উচ্ছ্বাসে ফেটে পড়েন তার কর্মী-সমর্থকরা। গলায় একের পর এক ফুলের মালা পরিয়ে তাকে নিয়ে আনন্দ মিছিল করেন।
সেখানে এক বক্তব্যে শাহাবুদ্দিন বলেন, ‘গ্রামের মানুষ হেলিকপ্টার দেখেনি। তাই আমি হেলিকপ্টার নিয়ে গ্রামে এসেছি। তবে মানুষের সেবা করার জন্যই আমি ২৭ বছর প্রবাস জীবন কাটিয়ে দেশে ফিরলাম।’
এসএস