সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ : চট্টগ্রামে একটি এলজি ও দুই রাউন্ড কার্তুজসহ ওয়াকিল হোসেন বগা (২৮) নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার ভোরে পাহাড়তলি কলেজের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ওয়াকিল হোসেন খুলশী ওয়্যারলেস কলোনির মোহাম্মদ জাবেদের ছেলে। তিনি ১৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতা বলে পুলিশ জানিয়েছে।
খুলশী থানার ওসি প্রণব চৌধুরী যুগান্তরকে বলেন, ওয়াকিল হোসেন পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও চাঁদাবাজ। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ১৫টি মামলা রয়েছে।
দৈনিকবিডিনিউজ৩৬০/এসএম