শুক্রবার, ০৯ মে ২০২৫, ১১:৫৪ অপরাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : চট্টগ্রাম নগরের কালুরঘাট শিল্প এলাকায় এশিয়ান প্যাসিফিক পেপার মিলে দুর্ঘটনায় এক শ্রমিক নিহত হয়েছেন। বুধবার (১৩ জানুয়ারি) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম জাহিদ হাসান রিমন (২৪)। তিনি এশিয়ান প্যাসিফিক পেপার মিলে ইলেক্ট্রেশিয়ান হিসেবে কর্মরত ছিলেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. আমির হোসেন বলেন, ‘কালুরঘাটে এশিয়ান প্যাসিফিক পেপার মিলে কাজ করার সময় দ্বিতীয় তলা থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন জাহিদ। পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।’
প্রসঙ্গত, গত বছরের ফেব্রুয়ারিতে কালুরঘাট শিল্প এলাকার এই পেপার মিলে বয়লার বিস্ফোরণে এক কিশোর শ্রমিক নিহত হয়।
এসএস