রবিবার, ২৫ মে ২০২৫, ০৬:৩০ অপরাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : এক ব্যবসায়ীর দায়ের করা চাঁদাবাজির মামলার রায়ে নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত প্রধান আসামি নূর হোসেনসহ পাঁচজনকে খালাস দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন এ রায় ঘোষণা করেন। একই আদালতে নূর হোসেনের বিরুদ্ধে আরও ছয়টি মামলার শুনানি হয়েছে।
নূর হোসেনের সঙ্গে বাকি খালাসপ্রাপ্তরা হলেন- নূরের ভাতিজা কাউন্সিলর শাহজালাল বাদল, শাহজাহান, মর্তুজা জামান চার্চীল, আলী মোহাম্মদ ও বুলবুল।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জাসমীন আহমেদ বলেন, ২০১৩ সালের ৩০ মে সিদ্ধিরগঞ্জ থানার হিরাঝিল এলাকার ইকবাল হোসেন নামের এক ব্যবসায়ীর কাছে নূর হোসেন ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না পেয়ে ইকবালের ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করেন নূর হোসেন ও তার সহযোগীরা। এ ঘটনায় ইকবাল হোসেন বাদী হয়ে নূর হোসেনসহ ছয়জনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি চাঁদাবাজির মামলা করেন। মামলায় সাক্ষ্যপ্রমাণ না পাওয়ায় তাদের আদালত খালাস দেন।
তিনি আরও বলেন, রায় ঘোষণার পর আদালতে নূর হোসেনের বিরুদ্ধে অস্ত্র, মাদক ও চাঁদাবাজিসহ আরও ছয়টি মামলায় শুনানি হয়েছে। এর মধ্যে একটি চাঁদাবাজি ও একটি অস্ত্র আইনের মামলায় যুক্তিতর্ক অনুষ্ঠিত হয়েছে এবং চারটি মামলায় সাক্ষী আসেনি। আদালত ছয়টি মামলার পরবর্তী শুনানির জন্য ৬ জানুয়ারি দিন ধার্য করেন।
এসএস