মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১০:০৪ পূর্বাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের আকাশে শুক্রবার (২২মে) শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। সৌদির রাষ্ট্রীয় আদালতের চাঁদ দেখা কমিটি জানিয়েছে, তাই দেশটিতে রোববার ঈদুল ফিতর উদযাপিত হবে।
সৌদি আরবের রাষ্ট্রীয় আদালত চাঁদ দেখার ওপর ভিত্তি করে ঈদের খবরটি নিশ্চিত করে।
সুত্রটি জানায়, শুক্রবার সৌদি আরবের একটি উচ্চ পর্যায়ের চাঁদ দেখা কমিটির তথ্য অনুযায়ী আদালত রোববার ঈদ উদযাপনের ঘোষণা দেন।
সৌদি আরবের এ কমিটির সিদ্ধান্ত পালন করে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত, কাতার, বাহারাইন, সংযুক্ত আরব আমিরাত ও ওমান।
এসএস