বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৮:১৬ অপরাহ্ন
স্টাফ রিপোটার : রাজধানীর মিরপুরের পল্লবী থেকে ২৭৫টি চোরাই মোবাইলসহ ছিনতাইকারী চক্রের সাত সদস্যকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৪। শুক্রবার (২০ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে র্যাব।
র্যাব ৪ জানায়, রাতে ওই এলাকায় পেশাদার সাত ছিনতাইকারী অন্য একটি চক্রের কাছে ২৭৫টি চোরাই মোবাইল ফোন বিক্রি করছে গোপন সংবাদের এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালা করা হয়। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ছিনতাই হওয়া ২৭৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আটক সাত পেশাদার ছিনতাইকারী হলো- আব্দুল জলিল (৩৩), কলিমুল্ল্যা (৩৮), কাওসার আহমেদ তানভীর (৩৫), সোহাগ ঢালী (২০), হৃদয় হোসেন (২০), নিরব হোসেন (২০) ও রনি (৩৩)। তাদের বাড়ি দেশের বিভিন্ন জেলায়।
এ বিষয়ে র্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী বলেন, আটক ছিনতাইকারীদের থানা পুলিশের কাছে মামলা দায়ের করে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।