Dailybdnews360.Com
- ১৪ আগস্ট, ২০২১ / ১৮৪ বার পঠিত
গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর মেট্রোপলিটন থানার উত্তর পানিশাইল গ্রামের স্হানীয় বাসিন্দা হিমেল হোসেন শামীম নামের এক মাদক ব্যবসায়ীকে কাশিমপুর থানার পুলিশের এসআই দীপংকরের নেতৃত্বে পুলিশের একটি দল ৬৬ ক্যান, ব্লাক ডেভিল বিয়ারসহ আটক করে৷
শুক্রবার কাশিমপুর থানা পুলিশ সুত্রে জানা যায়, আটককৃত হিমেল হোসেন শামীম জিরানী বাজারে দীর্ঘদিন যাবৎ মোবাইলের দোকান দিয়ে মোবাইল ব্যবসা করে আসছিলেন তিনি। সে দীর্ঘদিন ধরে জিরানী, মাধবপুর, পানিশাইল, আশুলিয়াসহ বিভিন্ন এলাকায় মোবাইল ব্যবসার আড়ালে সুধা-রশদ মাদক ব্যবসা করতো ।জানা যায়, মানুষের গায়ে হলুদ, বিয়ে, জন্মদিনসহ বিভিন্ন পার্টিতে মাদক সরবরাহ করতো। জানা গেছে, আগামী মাসে শামীমের বিয়ের পিঁড়িতে বসার কথা ছিলো।
কাশিমপুর থানার মামলা সুত্রে জানা যায়, সে দীর্ঘদিন ধরে জিরানী বাজারে মোবাইল ব্যবসার আড়ালে বিদেশি বিয়ারসহ মাদক বিক্রি করে আসছিল। গত শুক্রবার দুপুরের সময় কাশিমপুর মেট্রোপলিটন থানা পুলিশের এসআই দীপংকর সংগীয অফিসার ফোর্সসহ দক্ষিণ পানিশাইল-জিরানী রোডে অভিযান চালিয়ে ১টি পালসার মোটরসাইকেলসহ তাকে আটক করা হয়। আটকের সময় তার সংগী মোটরসাইকেল চালক মিজান পালিয়ে যায়। এ ব্যাপারে কাশিমপুর থানার মামলা নং-৩ তারিখ ১৩/৮/২১ ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য আইনের ৩৬(১) সারনী ২৪(খ)/৩৮/৪১ রুজু।
এ বিষয়ে কাশিমপুর মেট্রোপলিটন থানার এস আই দীপংকর দৈনিক ফুলকি’কে বলেন, শামীমের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করে চালান দেওয়া হয়েছে।