সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩০ পূর্বাহ্ন
ছবি-সংগৃহীত
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : কক্সবাজারের টেকনাফে দ্বিতীয় দফায় ২১জন অপরাধী আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেছে। সোমবার বিকাল ৩টায় টেকনাফ ডিগ্রি কলেজ মাঠে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশ ও মাদক ব্যবসায়ীদের আত্মসমর্পণ অনুষ্ঠান পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনের (বিপিএম,বার) এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশ চট্রগ্রাম রেঞ্জ ডিআইজি খন্দকার গোলাম ফারুক (বিপিএম,বার) পিপিএম। বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলার অতিরিক্ত সহকারী পুলিশ সুপার ইকবাল হোছাইন, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম ও জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি সাংবাদিক তোফায়েল আহমদ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক সোহেল আহমদ বাহাদুর, টেকনাফ বড় মাদ্রাসার মুহতামিম ও শায়খুল হাদিস আল্লামা মুফতি মোঃ কিফায়ত উল্লাহ শফিক, টেকনাফ পৌর মেয়র হাজী মোহাম্মদ ইসলাম, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি নুরুল হুদা প্রমুখ।
এসএস