রবিবার, ২৫ মে ২০২৫, ০১:২৬ অপরাহ্ন
ফাইল ছবি
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : কক্সবাজারের টেকনাফ উপজেলায় বসতঘরের ওপর পাহাড়ধসে এক কিশোরের মৃত্যু হয়েছে।
সোমবার সন্ধ্যা ৭টার দিকে হ্নীলা ইউনিয়নের আলী আকবরপাড়া এলাকায় পাহাড়ের পাদদেশে এ ঘটনা ঘটে।
নিহত কিশোরের নাম আমান উল্লাহ (১৩)। সে একই এলাকার মফিজ আলমের ছেলে।
জানা যায়, সন্ধ্যা ৭টার দিকে আলী আকবরপাড়া এলাকায় পাহাড়ের পাদদেশে বসবাসকারী একটি বসতঘরের ওপর হঠাৎ পাহাড় ধসে পড়ে।
এতে মাটিতে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যায় আমান উল্লাহ। এ সময় আহত হন তার মা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, টেকনাফে কয়েক দিন ধরেই হালকা বৃষ্টি হচ্ছিল। এতেই পাহাড়ধসের ঘটনাটি ঘটে। পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের শিগগিরই অন্যত্র সরিয়ে দেয়ার উদ্যোগ নেয়া হবে বলে জানান তিনি।
এসএস