মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৮ পূর্বাহ্ন
ফাইল ছবি।
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : কক্সবাজারের টেকনাফে পুলিশের অস্ত্র উদ্ধার অভিযানে ‘বন্দুকযুদ্ধের’ ঘটনায় এক মাদক কারবারী নিহত এবং ৩জন পুলিশ সদস্য আহত হয়েছে। ঘটনাস্থল হতে অস্ত্র ও ইয়াবা উদ্ধার করা হয়। শুক্রবার ভোররাতে সাবরাং টুরিজ্যম পার্ক সংলগ্ন মেরিন ড্রাইভ এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শুক্রবার ভোররাত আড়াই টায় সাবরাং টুরিজ্যম পার্ক সংলগ্ন মেরিন ড্রাইভ এলাকায় মাদকের চালান খালাসের সংবাদ পেয়ে টেকনাফ মডেল থানার একদল পুলিশ সাবরাং হারিয়াখালীর হাকিম আলীর ছেলে মোঃ মোজাহেরকে (৩৫) নিয়ে অস্ত্র উদ্ধার অভিযানে যায়। এসময় মাদক কারবারী চক্রের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করলে পুলিশের এসআই মোঃ ইফতেখারুল ইসলাম, কনস্টেবল মাহফুজ ও সেকান্দর আহত। তখন পুলিশ সরকারি সম্পদ এবং আত্মরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করার পর হামলাকারীরা পালিয়ে যায়। পরিস্থিতি শান্ত হলে ঘটনাস্থল তল্লাশি করে ১টি অস্ত্র, ২টি বুলেটসহ মোজাহেরকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুলিবিদ্ধ মাদক কারবারী সিন্ডিকেট সদস্য মোজাহারকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোজাহেরকে মৃত ঘোষণা করে।
নিহত মোজাহেরের বিরুদ্ধে হত্যা মামলা ছিল বলে পুলিশ আরও জানায়।
এসএস