মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৩:১৪ অপরাহ্ন
ফাইল ছবি
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : কক্সবাজারের টেকনাফ উপজেলায় মাদকাসক্ত স্বামীর ছুরিকাঘাতে এক নারী নিহত হয়েছেন।সোমবার সন্ধ্যা ৭টার দিকে টেকনাফ পৌরসভার পুরনো পল্লানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কুলসুমা বেগম (২০) ওই এলাকার মোহাম্মদ সাদেকের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহতের স্বামী সাদেক মাদকাসক্ত। প্রায় সময় মাদক সেবন করে বাড়িতে এসে স্ত্রীর সঙ্গে ঝগড়ায় লিপ্ত হতেন।
প্রতিদিনের ন্যায় সোমবারও মাদক সেবন করে সাদেক বাড়িতে ফিরে স্ত্রীর সঙ্গে ঝগড়া করেন। একপর্যায়ে স্ত্রীকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে।
খবর পেয়ে প্রতিবেশীরা এগিয়ে এসে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
টেকনাফ উপজেলা স্বাস্থ্যা কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রুমানা রশিদ জানান, আহত ওই নারী হাসপাতালে আনার আগেই মারা গেছেন। তার বুকে ও পেটে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
টেকনাফ মডেল থানার পরিদর্শক (অপারেশন) রাকিবুল ইসলাম খান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।
এসএস