বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৭:৩১ পূর্বাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : রাজধানীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ৬৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ। গ্রেফতার প্রত্যেকে মাদক বিক্রি ও সেবনের দায়ে অভিযুক্ত।
সোমবার (২৮ ডিসেম্বর) সকাল ছয়টা থেকে মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করে পুলিশ।
অভিযানকালে গ্রেফতারদের কাছ থেকে ২৪ হাজার ৮৮৫ পিস ইয়াবা, ২৩৪ গ্রাম ৪৬৭ পুরিয়া হেরোইন, ১০ কেজি ৩৭০ গ্রাম গাঁজা ও ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৩টি মামলা রুজু হয়েছে বলে ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে।
এসএস