রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৩ অপরাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : রাজধানীর ডেমরা থানা এলাকা থেকে ইয়াবাসহ তিনজন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগ।
গ্রেফতাররা হলেন, মোছা. মনি আক্তার (২৪), মোসা. খোদেজা আক্তার ওরফে খুদী (৪০) ও মোছা. ফরিদা ইয়াসমিন ওরফে সাথী (৫৫)। এ সময় তাদের হেফাজত হতে ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গোয়েন্দা উত্তরা বিভাগের সহকারী পুলিশ কমিশনার শাহিদুল ইসলাম ডিএমপি নিউজকে বলেন, সোমবার (২৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ডেমরা থানার সারুলিয়া বাজার এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।
তিনি আরও বলেন, গ্রেফতাররা কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকায় এনে বিভিন্ন মাদক ব্যবসায়ীর নিকট বিক্রি করতেন।
এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে ডেমরা থানায় মামলা রুজু হয়েছে বলেও ডিএমপির পক্ষ থেকে জানানো হয়।
এসএস