সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৯:৩৪ পূর্বাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : রাজধানীর মিরপুরের পীরেরবাগ ও সাভারের হেমায়েতপুর এলাকা থেকে অস্ত্রধারী পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (২৫ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
তবে র্যাব-৪ এর হাতে গ্রেফতার এই ব্যক্তিদের নাম-পরিচয় প্রাথমিকভাবে জানায়নি বাহিনীটি।
তাদের কাছ থেকে ৬টি বিদেশি পিস্তল, ১২টি ম্যাগাজিন, ৪৮ রাউন্ড গুলি ও ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে রাত ৮ টায় কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।