বুধবার, ১৪ মে ২০২৫, ০১:১৪ পূর্বাহ্ন
ছবি-সংগৃহীত
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : আগামীকাল শনিবার রাজধানী ঢাকায় সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবাসের দুই বছর পার হওয়া নিয়ে সমাবেশ করার অনুমতি চেয়েছিল বিএনপি।
গতকাল বৃহস্পতিবার সকালে বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির নেতৃত্বে একটি প্রতিনিধিদল ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলামের সঙ্গে দেখা করে।
দলীয় সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার কারাবাসের দুই বছর পূর্তিতে দুদিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। কর্মসূচির মধ্যে রয়েছে শুক্রবার সারা দেশে খালেদা জিয়ার রোগ ও কারামুক্তি চেয়ে মসজিদে মসজিদে দোয়া। আর শনিবার রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ সমাবেশ। পাশাপাশি সারা দেশের জেলা সদরে জনসভার আয়োজন করা হয়েছে।
এসএস