বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৩:৫৬ অপরাহ্ন
অনলাইন ডেস্ক: টানা আট ঘণ্টা জনদুর্ভোগের পর ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে। বুধবার বেলা ২টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে অবস্থানরত পরিবহন শ্রমিকেরা সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। এর আগে সকাল ৬ টা থেকে এ ধর্মঘট শুরু হয়।
ধর্মঘট শুরু হওয়ার পর আজ সকাল ৭টা থেকে সাইনবোর্ড এলাকায় অবস্থান নিয়ে ধর্মঘট করেছিলেন শ্রমিকরা। ফলে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেটসহ আশপাশের সড়কের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এরপর দুপুরে পুলিশ পরিবহনশ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে চলে যেতে বললে, তারা অবরোধ তুলে নেয়।
এদিকে যান চলাচল শুরু হলে হাজার হাজার মানুষকে গণপরিবহনের জন্য অপেক্ষা করতে দেখা গেছে। আবার যান চলাচল শুরু হওয়ার পর কিছু জায়গায় যানজটেরও সৃষ্টি হয়েছে। তবে গণপরিবহনের ব্যাপক সংকট রয়েছে।
নারায়ণগঞ্জ জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, পরিবহন শ্রমিকদের সঙ্গে কথা বলে শান্তিপূর্ণভাবে তাদের অবরোধ তুলে দেওয়া হয়েছে। কোথাও কোনো ভাঙচুর বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। দুটি মহাসড়ক সচল আছে।
প্রসঙ্গত, নতুন সড়ক পরিবহন আইন স্থগিত রাখাসহ ৯ দফা দাবিতে বুধবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ডাকে বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান পণ্য পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। যার ফলে সারা দেশের মতো নারায়ণগঞ্জেও সব ধরনের গণপরিবহন বন্ধ ছিল।