মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ০৬:০০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সাভার পৌর এলাকায় শাহীবাগ-রাজাশন মহল্লায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের দাবীতে লিফলেট বিতরন করেছেন ঢাক-১৯ এর সাংসদ সদস্য প্রার্থী যুবদল নেতা আইয়ুব খান।
আজ মঙ্গলবার বিকাল থেকে রাত পর্যন্ত বিরুলিয়া রোডের অন্ধ-চৌরঙ্গী মার্কেট এলাকায় থেকে রাজাশন ভিশন গার্মেন্টস পর্যন্ত রাস্তায় দুই পাশে সকল ব্যবসায়ী ও সাধারণ পথচারীদের মাঝে এ লিফলেট বিতরন করেন তিনি।
তারক রহমানের ৩১ দফা বাস্তবায়নের সকলের সহযোগীতা কামনা করেন। এ সময় তার সাথে যুবদল নেতা আব্বাস উদ্দিন (পাপ্পু), আব্দুল মান্নন, আরিফুর রহমান, মোস্তফা, আসাদুজ্জামান টিটু, শাওকত হোসেন খোকন), চন্দন, তাজুল ইসলাম, এস এম ফরিদ হোসেন উপস্থিত ছিলেন।
এ ছাড়াও ছাত্রদল,সেচ্ছাসেবকদলসহ বিএনপির বিভিন্ন অংঙ্গ সংগঠনের নেতা কর্মীদের উপস্থিতি লক্ষ করা গিয়েছে।