অনলাইন সংস্করণ : রাজধানীর মহাখালীতে সরকারি তিতুমীর কলেজের সুবর্ণজয়ন্তী ও সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী উৎসবে নিবন্ধনের সময় শেষ হচ্ছে ১০ ডিসেম্বর (মঙ্গলবার)।
আগ্রহীরা অনলাইনে www.titumir.org ঠিকানায় রেজিস্ট্রেশন করতে পারবেন। কলেজ চলাকালে রেজিস্ট্রেশন বুথে সরাসরি (মোবাইল নম্বর ০১৭১৮ ৯২০৭৯১, ০১৬৭১ ০৪৫৭৬৩, ০১৯১১ ৩২৭০৩৪) অথবা রেজিস্ট্রেশন উপ-কমিটি, তিতুমীর কলেজের ৫০ বছর উৎসব উদযাপন পর্ষদ, বুলু ওশেন টাওয়ার, ৪০ কামাল আতাতুর্ক অ্যাভিনিউ (১০ তলা), বনানী, ঢাকা-১২১৩, বাংলাদেশ ঠিকানায়ও যোগাযোগ করতে পারবেন। নিবন্ধন ফি এক হাজার টাকা। DBBL (ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড) অ্যাকাউন্ট নম্বর: ১০৩১৫৭০০০৩৯৩১। বিকাশ (মার্চেন্ট অ্যাকাউন্ট) নম্বর: ০১৩১৪ ৬৬৫৯৬৮।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৪২ নম্বর ওয়ার্ডের (বেরাইদ) সাবেক শিক্ষার্থীরা নিবন্ধের জন্য নির্ধারিত ফিসহ বেরাইদ গণপাঠাগারে যোগাযোগ করতে পারেন। পাঠাগার সভাপতি এমদাদ হোসেন ভূঁইয়া। মোবাইল নম্বর: ০১৭১১ ১৭১৮১৯।
দৈনিকবিডিনিউজ৩৬০/এসএম