রবিবার, ১১ মে ২০২৫, ০৮:০২ পূর্বাহ্ন
ছবি-সংগৃহীত
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক :নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় ত্রাণের দাবিতে গণপরিবহন শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
বিক্ষোভের কারণে সড়কটির উভয় পাশে যানজট সৃষ্টি হয়। আটকে যায় কয়েকশ’ পণ্যবাহী যানবাহন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা রাস্তায় এলোপাতাড়িভাবে ট্রাক ও বাস রেখে বিক্ষোভ করতে থাকেন।
শ্রমিকদের অভিযোগ, তারা সবাই নারায়ণগঞ্জ জেলার ও এর আশপাশের বাসিন্দা। দীর্ঘদিন ধরে তারা বেকার থাকলেও কোনো ত্রাণ সহায়তা পাচ্ছেন না। এতে তাদেরকে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। এই পরিস্থিতিতে তারা বাধ্য হয়ে সড়কে নেমেছেন।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল ফারুক জানান, ত্রাণ না পাওয়ায় তারা কাজে ফিরতে চান। পরে তাদেরকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।
এসএস