মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৬:৫১ পূর্বাহ্ন
স্পোর্টস রিপোর্টার : লম্বা সময় জৈব সুরক্ষা বলয়ের মধ্যে, পরিবারের সঙ্গে দেখা হয় না অনেকদিন। তাই জোফরা আর্চার ও স্যাম কারেনকে দক্ষিণ আফ্রিকা সফরের ওয়ানডে সিরিজ থেকে বিশ্রাম দিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। অন্যদিকে বাবার মৃত্যুর পর আইপিএল খেলতে যাওয়া বেন স্টোকসকে আরও কিছু সময় পরিবারের সঙ্গে থাকতে তাকেও ৫০ ওভারের সিরিজ থেকে বাইরে রাখা হয়েছে। যদিও এই তিন ক্রিকেটারই আছেন প্রোটিয়াদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে।
এ মাসের দক্ষিণ আফ্রিকা সফরে ইংল্যান্ড তিন ওয়ানডে ও সমান টি-টোয়েন্টি খেলবে। ২৭ নভেম্বর কুড়ি ওভারের সিরিজ দিয়ে শুরু হওয়া এই সফরের ওয়ানডেতে বিশ্রামে দেওয়া হয়েছে স্টোকস, আর্চার ও কারেন। তারা টি-টোয়েন্টি খেলেই ফিরে যাবেন দেশে।
করোনাভাইরাস বিরতির পর শুরু হওয়া ক্রিকেটে সবচেয়ে বেশি সময় জৈব সুরক্ষা বলয়ের মধ্যে আছেন আর্চার। ইংলিশ সামারের পর সংযুক্ত আরব আমিরাতেও বাবলের মধ্যে এই পেসার। সুরক্ষা বলয়ের মধ্যে কারেনও তার থেকে খুব একটা কম সময় ধরে নেই। অন্যদিকে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট খেলে বাবার অসুস্থতায় নিউজিল্যান্ডে উড়ে যাওয়া স্টোকস সংযুক্ত আরব আমিরাতে আছেন গত এক মাস। আর্চার ও কারেন রয়েছেন দুই মাস হলো।
আর্চারের কাছাকাছি সময় বাড়ির বাইরে থাকা জস বাটলার অবশ্য আছেন দক্ষিণ আফ্রিকার সফরের দুই সংস্করণেই। এদিকে প্রায় চার বছর পর আয়ারল্যান্ড সিরিজ দিয়ে আবার ইংল্যান্ডের জার্সি গায়ে জড়ানো রিস টপলিও রয়েছেন দুই সিরিজের দলে। তার সঙ্গে ওয়ানডেতে নিজেদের প্রমাণ করার সুযোগ পেয়েছেন লুইস গ্রেগরি, লিয়াম লিভিংস্টোন ও ওলে স্টোন।
টি-টোয়েন্টি দলের আর্চার, কারেন, স্টোকস, ডেভিড মালান ও ক্রিস জর্ডানের জায়গাগুলো ওয়ানডেতে পূরণ করেছেন গ্রেগরি, লিভিংস্টোন, স্টোন, জো রুট ও ক্রিস ওকস। দক্ষিণ আফ্রিকা সফরের দুটো দলেরই নেতৃত্বে নিয়মিত অধিনায়ক ইয়োন মরগান।
ইংল্যান্ডের ওয়ানডে দল: ইয়োন মরগান (অধিনায়ক), জনি বেয়ারস্টো, জেসন রয়, জো রুট, লিয়াম লিভিংস্টোন, স্যাম বিলিংস, জস বাটলার (উইকেটকিপার), মঈন আলী, লুইস গ্রেগরি, টম কারেন, ক্রিস ওকস, আদিল রশিদ, রিস টপলি, ওলে স্টোন, মার্ক উড।
ইংল্যান্ডের টি-টোয়েন্টি দল: ইয়োন মরগান (অধিনায়ক), জনি বেয়ারস্টো, জেসন রয়, জস বাটলার (উইকেটকিপার), ডেভিড মালান, বেন স্টোকস, স্যাম বিলিংস, মঈন আলী, স্যাম কারেন, টম কারেন, জোফরা আর্চার, ক্রিস জর্ডান, রিস টপলি, মার্ক উড, আদিল রশিদ।
দৈনিকবিডিনিউজ৩৬০/এসএস