সোমবার, ২৬ মে ২০২৫, ০১:১৪ পূর্বাহ্ন
নগরে প্রবেশ নিষেধ থাকলেও অনেকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে এভাবে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে সাধারণ মানুষ। ছবিটি গত মঙ্গলবার চট্টগ্রামের নতুন ব্রিজ মোড় এলাকা থেকে তোলা।ছবি-সংগৃহীত
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : কর্মস্থল ও আবাসস্থল CEPZ এলাকার পাশে হওয়ায় একটু ভিন্ন অভিজ্ঞতা দিয়েই শুরু করি। সকালের কাকডাকা ভোরে হন্তদন্ত হয়ে শ্রমিকের স্রোত দেখি নিদিষ্ট সময়ে চাকরিস্থলে পৌঁছানোর প্রাণপণ চেষ্টা।
আবার রাতে ঘরে ফেরার একই চেষ্টা। এরপর রান্নাবান্না সেরে অতৃপ্ত ঘুম নিয়ে আবার পরের দিন গন্তব্যস্থলে পৌঁছার প্রস্তুতি।
গার্মেন্টস শ্রমিক ছাড়াও শিক্ষক, ডাক্তার, ব্যবসায়ী, প্রকৌশলী, রাজনীতিবিদসহ সকল পেশার মানুষেরই শ্রেণিভেদে প্রায় একই চেষ্টা। অফুরন্ত টাকাপয়সা, গাড়িবাড়ি, সামাজিক মর্যাদা, নেতৃত্ব সবকিছুই মানুষকে তার স্বাভাবিক জীবনের পথচলাকে ভুলিয়ে দিয়েছে।
কী সামাজিকতা,কী নৈতিকতা,কী ধর্মীয় মূল্যবোধ,কী বাবা-মায়ের প্রতি দায়িত্ব ও কর্তব্য সবকিছুই তুচ্ছ মনে হয়েছে। এই পৃথিবীর মোহটাই মোক্ষম বস্তু হিসেবে বেশিরভাগ মানুষের কাছে গণ্য হয়েছে।
ছোট একটি ভাইরাস অথচ কি মহাপরাক্রমশালী যা সবকিছুকে লণ্ডভণ্ড করে দিয়েছে। মানুষ উপলব্ধি করতে পেরেছে মহান আল্লাহর অপরিসীম শক্তি ও সামর্থ্যের কথা।
সবাই আকাশ পানে চেয়ে আছে এই ভয়াল থাবার করালগ্রাস থেকে মুক্তি পাওয়ার জন্য।
আজ বিশ্বের মানুষের হাতে অফুরন্ত সময় কিন্তু তা কখনই ভালোলাগার নয়।
মানুষের ব্যস্ততার কথায় মনে পড়ে গেল কবিতার সেই বিখ্যাত চরণগুলো-মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি দাঁড়াও না একবার ভাই …………………………………… দাঁড়াবার সময়তো নাই।
এখন যদি কেউ জানতে চায় দাঁড়াবার সময় আাছে ভাই? জবাবে আসবে অফুরন্ত সময় ভাই।
লেখক: আবদুল মান্নান
সহকারী অধ্যাপক, পরিসংখ্যান বিভাগ, নৌবাহিনী কলেজ, চট্টগ্রাম।