মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৩ পূর্বাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : কক্সবাজারের চকরিয়ায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানকে ধাক্কা দেয়ায় ছৈয়দ হোসেন নামে এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুটাখালী ইউপির নতুন মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ছৈয়দ হোসেন টেকনাফ পৌরসভা আওয়ামী লীগের কৃষি-সমবায় বিষয়ক সম্পাদক এবং টেকনাফ সদর ইউপির মহেশখালী পাড়ার বাসিন্দা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোরশেদুল আলম বলেন, লেগুনার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ এড়াতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানকে পিছন থেকে ধাক্কা দেয় কক্সবাজার অভিমুখী মাইক্রোবাস। এতে মাইক্রোবাস যাত্রী ছৈয়দ হোসেন ঘটনাস্থলে মারা যান।
তিনি আরো জানান, এ সময় লেগুনাও সড়ক থেকে ছিটকে পড়ে যায়। এ ঘটনায় লেগুনা-মাইক্রোবাসের প্রায় পাঁচ যাত্রী আহত হন। তাদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি পুলিশি হেফাজতে নেয়া হয়েছে।
এসএস