বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৭:৪৬ পূর্বাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে কুদ্দুস মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন। তাদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।
নিহত কুদ্দুস মিয়া হবিগঞ্জ সদর উপজেলার সুখচর গ্রামের আকবর আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের আব্দুর রহিমের ছেলে জাহির মিয়ার লোকজনের সাথে নিহত কুদ্দুস মিয়ার লোকজনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে মঙ্গলবার সন্ধ্যায় কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরেন। এতে ঘটনাস্থলেই কুদ্দুস মিয়া নিহত হন। এ ঘটনায় আহত হন আরও পাঁচজন। তাদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বলেন, নিহতের লাশ হাসপাতালে রয়েছে। সুরতহাল তৈরি করে মর্গে পাঠানো হবে। এছাড়া এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এসএম