সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১০:৩৯ পূর্বাহ্ন
ধামরাই প্রতিনিধি : ধামরাইয়ে সূতিপাড়া ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের সদস্য ও জোনায়েদ নামক ইটভাটার মালিক খোরশেদ আলমকে হত্যার উদ্দেশ্যে একদল দুর্বৃত্ত গভীর রাতে কলাপসিবল গেটের তালা ও ঘরের দরজা ভেঙে প্রবেশ করে । এসময় তাকে এলোপাথারী মারপিট করে আহত করে। তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এঘটনায় সোমবার ধামরাই থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ঘটনার শিকার খোরশেদ আলম। ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে উপজেলার সূতিপাড়া ইউনিয়নের বাথুলী গ্রামে।
অভিযোগ থেকে জানা গেছে, প্রতিদিনের ন্যায় রবিবার রাতের খাবার খেয়ে স্বস্ত্রীকসহ ঘুমিয়ে পড়েন খোরশেদ আলম। রাত পৌনে দুইটার দিকে কলাপসিবল গেটের তালা ও দরজার সিটকিনি কৌশলে ভেঙে মুখোশ পরিহিত একদল দুর্বৃত্ত ঘরে প্রবেশ করে। এসময় খোরশেদ ও তার স্ত্রী লাকি আক্তারের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে যায়। এরমধ্যে দুর্বৃত্তরা তাকে এলোপাথারী মারপিট করে। এতে তার হাতের একটি আঙ্গুল ভেঙে যায়। মাথা ও শরীরের বিভিন্ন স্থানে নিলাফুলা জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে ওই রাতেই মানিকগঞ্জ মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
খোরশেদ আলম বলেন, ঘরে টাকা পয়সা ও স্ত্রী গায়ে স্বর্ণালঙ্কারও ছিল। কিন্তু দুর্বৃত্তরা কিছুই নেয়নি। আমার কোন শত্রু আছে বলে জানা নেই। এরপরও কিছু বুঝতেছি না। হয়ত আমাকে হত্যার উদ্দেশ্যই ছিল তাদের। আমি এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দিয়েছি।
ধামরাই থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ বলেন, ঘটনাস্থলে রাতেই পুলিশ পাঠিয়েছিলাম। অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।