বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১০:১১ পূর্বাহ্ন
ধামরাই প্রতিনিধি : ধামরাইয়ে পারিবারিক কলহের জেরে জুলেখা বেগম (৫০) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। রবিবার (২০ নভেম্বর) সকালে উপজেলার কুল্লা ইউনিয়নের ফুটনগর ফকিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জুলেখা বেগম ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের ফুটনগর এলাকার মো. কহিনুর ফকিরের স্ত্রী। সে চার সন্তানের জননী।
স্থানীয় প্রতিবেশী ও পুলিশ জানায়, প্রায় ৩৫ বছরের সংসার ছিল এই দম্পতির। অভিযুক্ত স্বামী গত কয়েক বছর ধরেই আরেকটি বিয়ে করতে চাওয়ায় পরিবারটিতে দাম্পত্য কলহ চলে আসছিল। এনিয়ে রোববার সকালেও তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে অভিযুক্ত স্বামী তাকে মারতে গেলে সে দৌড়ে পালিয়ে প্রতিবেশী আলী হোসেনের বাড়িতে আশ্রয় নেয়। এ সময় তেড়ে এসে সেখানেই স্ত্রীকে ইটের উপর্যুপরি আঘাত করতে থাকে অভিযুক্ত। একপর্যায়ে সেখানেই সে প্রাণ হারায়। এ সময় দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত স্বামী। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।
ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছি। কোমরে আঘাতের চিহ্ন রয়েছে। জুলেখার ছেলে জানিয়েছেন, তার বাবার নির্যাতনে মায়ের মৃত্যু হয়েছে।’
এসআই রবিউল জানান, ঘটনার পর কোহিনূর পলাতক। তাকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা করা হবে।