বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০২:৩৯ পূর্বাহ্ন
ধামরাইয়ে দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অপর দুইজন। ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের ঢুলিভিটা এলাকায় বৃহস্পতিবার রাতে এই দুর্ঘটনা ঘটে।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হাকিম জানান,নিহত ব্যক্তিরা হলেন ধামরাইয়ের জয়পুরা এলাকার হাশেম (২৪) ও গাজীপুরের রনি (২৫)।
আহত ব্যক্তিরা হলেন সোহেল ও রাজন। আহতদেরকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা সবাই দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুটির আরোহী বলে জানিয়েছে পুলিশ।
সাভার হাইওয়ে থানার পুলিশ আরও জানায়, ঢুলিভিটা এলাকায় বিপরীতমুখী দ্রুতগতির মোটরসাইকেল দুটির মধ্যে সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই এক বাইকে থাকা হাশেমের মৃত্যু হয়। আহত তিন বাইক আরোহীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করেন।