বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০২:৫১ পূর্বাহ্ন
ধামরাই প্রতিনিধি : ধামরাইয়ে ইটভাটা মালিক সমিতি ইট প্রস্তুত, ভাটা স্থাপন আইন, বর্ণিত জিগজ্যাগ ইটভাটার ছাড়পত্র ও লাইসেন্স প্রাপ্তি এবং কয়লা সংকট সমাধানের দাবিতে মানববন্ধন করেছে গতকাল রোববার বিকেলে। ঢাক-আরিচা মহাসড়কের ধামরাইয়ের ডাউটিয়া এলাকায় চেয়ারম্যান মার্কেটের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
মানববন্ধনে ইটভাটার মালিকসহ ভাটার কয়েক হাজার শ্রমিক অংশগ্রহণ করে। এ সময় বক্তব্য রাখেন ধামরাই ইটভাটা মালিক সমিতির সভাপতি নজরুল ইলসাম, সাধারণ সম্পাদক আবদুর রশিদ, ভাটা মালিক নান্নার ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেন, বালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আহম্মদ হোসেন, কুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান। এ সময় ঢাকা-আরিচা মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পুলিশী হস্তক্ষেপে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
বক্তারা ইট প্রস্তুত, ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এবং ইট প্রস্তুত, ভাটা স্থাপন নিয়ন্ত্রণ (সংশোধন) আইন ২০১৯ বর্ণিথ জিগজ্যাগ ইটভাটার ছাড়পত্র ও লাইসেন্স প্রাপ্তি এবং বর্তমানে কয়লা সংকট সমাধানের দাবি জানান।
তাঁরা বলেন, অধিকাংশ মালিক ব্যাংক থেকে ঋণ ও আত্মীয়-স্বজনদের কাছ থেকে ধারদেনা করে ইটভাটায় ৫-৬ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। এছাড়া প্রতিটি ইটভাটায় প্রায় তিনশত শ্রমিক কাজ করে। এখন এসব ভাটা বন্ধ করে দিলে মালিকরা কিভাবে ঋণ পরিশোধ করবে আর শ্রমিকরাই বা যাবে কোথায়। তারা বলেন, প্রথমে অনুমোদন নিয়েই ভাটা করা হয়েছিল। এখন ওইসব ভাটার লাইসেন্সের জন্য আবেদন করা হলেও তা দেওয়া হচ্ছে না। তাহলে প্রথমে কেন লাইসেন্স দেওয়া হলো?
এর আগে ইটভাটা মালিক সমিতির পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।