শুক্রবার, ০২ মে ২০২৫, ১১:৪৮ পূর্বাহ্ন
ধামরাই প্রতিনিধি : ধামরাইয়ে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা (ঈড়সঢ়ৎবযবহংরাব অপঃরড়হ চষধহ) প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ অক্টোবর) ধামরাই উপজেলা প্রশাসনের আয়োজনে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা জেলা কার্যালয় সুরক্ষা সেবা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোহাদ্দেছ হোসেন।
আরো বক্তব্য রাখেন- উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সোহানা জেসমিন মুক্তা, সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার, ঢাকা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. বাহা উদ্দিন, আফাজ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ অধ্যক্ষ তোফায়েল হোসেন, ধামরাই থানার ওসি (অপারেশন) নির্মল কুমার দাস প্রমুখ।