সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১২:২৬ পূর্বাহ্ন
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চলছে করোনা টেস্ট।ছবি-সংগৃহীত
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : নতুন নিয়োগপ্রাপ্ত দুই হাজার চিকিৎসকের কর্মস্থল ঠিক করে দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। নিয়োগপ্রাপ্ত ও পদায়নকৃত এসব চিকিৎসকদের ১২ মে দুপুরের আগেই নির্ধারিত কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।
শনিবার স্বাস্থ্য অধিদফতরের পরিচালক প্রশাসন ডাক্তার মো. বেলাল হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের স্বাস্থ্য ক্যাডারের সহকারী সার্জন পদে রাজধানী ও রাজধানীর বাইরে বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সাময়িকভাবে নিয়োগপ্রাপ্ত সহকারী সার্জনদের কোভিড-১৯ এ আক্রান্ত রোগীর চিকিৎসা সেবা প্রদান করতে হবে। কোভিড-১৯ এ আক্রান্ত রোগীর সেবা প্রদানকালীন তার কর্মদক্ষতা সন্তোষজনক কি না, চাকরি স্থায়ীকরণের সময় তা বিবেচনা করা হবে।
এসএস