সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৮ পূর্বাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : কক্সবাজার সদর উপজেলার পাহাড় ও উপকূল বেষ্টিত বৃহত্তর ঈদগাঁওকে আলাদা পুলিশি থানা ঘোষণা করা হয়েছে।
বুধবার (২০ জানুয়ারি) বিকেলে উপজেলার ইসলামাবাদ তেতুলতলীর ডুলাফকির বাজারের পুলিশ তদন্ত কেন্দ্রের ফলক উন্মোচনের মাধ্যমে ঈদগাঁও থানায় উন্নীত করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের সব মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। আমাদের লক্ষ্য যে কোনো মূল্যে মাদকের থাবা থেকে মানুষকে রক্ষা করা। কক্সবাজারের নতুন ঈদগাঁও থানা মাদক ও সন্ত্রাস রোধে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশা করছি।
এ সময় কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমদ, আইজিপি ড. বেনজীর আহমেদ, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন, কউক চেয়ারম্যান লে. কর্নেল (অব.) ফোরকান আহমদ, পুলিশ সুপার মো. হাসানুজ্জামান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সদর উপজেলা কর্মকর্তা সুরাইয়া আক্তার সুইটি প্রমুখ উপস্থিত ছিলেন।
ঈদগাঁও থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম জানান, সদর উপজেলার জালালাবাদ, ইসলামাবাদ, ঈদগাঁও, ইসলামপুর ও পোকখালী ইউনিয়ন নিয়ে নতুন এ থানার পরিধি নির্ধারণ করা হয়েছে। প্রাথমিকভাবে একজন ওসি, পাঁচজন এসআই, পাঁচজন এএসআই, ২৪ কনস্টেবল, একজন রাধুনী ও একজন পরিচ্ছন্নকর্মী দিয়ে থানার কার্যক্রম শুরু হয়েছে। বাকি জনবল পর্যায়ক্রমে পূরণ করা হবে বলে জানান তিনি।
তিনি আরও জানান, নতুন থানার জনসংখ্যা এক লাখ ৪৮ হাজার ৫০ জন। থানার পরিধি ১২৬ দশমিক ৩২ বর্গ কিলোমিটার। নতুন থানার আওতায় একটি কলেজ, ২৫ মাদরাসা, ৩৯ প্রাথমিক বিদ্যালয়, ১১ মাধ্যমিক বিদ্যালয়, ১৬৬ মসজিদ, ১৪ মন্দির, ১২ বাজার, ৬৬ শিল্প কারখানা, ছয়টি হাসপাতাল ও ক্লিনিক, সাত বাণিজ্যিক প্রতিষ্ঠান, ১৯ সাইক্লোন সেল্টার, ৯ ব্যাংক-বীমা, একটি লঞ্চ টার্মিনাল, দুইটি বাস টির্মিনালসহ আরও নানা প্রতিষ্ঠান রয়েছে।
এসএস