রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৪:২০ পূর্বাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : রাজশাহী নগরীর নর্দমায় পাওয়া গেছে এক ছেলে নবজাতকের মরদেহ।
সোমবার (২৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ সংলগ্ন নর্দমা থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নবজাতকের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকালে এলাকাবাসী নর্দমায় নবজাতকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে নেয়া হয়েছে।
ওসি আরো বলেন, নবজাতকের পরিচয় শনাক্তে ডিএনএ সংগ্রহ করা হয়েছে। এ ব্যাপারে আইনত ব্যবস্থা নিচ্ছে পুলিশ।
এসএস