বুধবার, ০৭ মে ২০২৫, ০৮:৩৮ পূর্বাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালুকড়ি এলাকায় ২টি ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৬ অক্টোবর) রাত ৮টার দিকে জালকুড়ির খিরত আলী স্কুল সংলগ্ন গোডাউনে আগুন লাগে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, ‘রাত ৮টার দিকে স্থানীয়রা ঝুটের গোডাউনে আগুন লেগেছে বলে জানায়। পরে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এছাড়াও আগুনের সূত্রপাতের কারণ এখনো জানা যায়নি।
গোডাউন মালিক মাসুদ ইসলাম বলেন, ‘হঠাৎ আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে ফোন দেই। তবে কিভাবে আগুন লেগেছে জানি না। আমি আমার ঝুটের গোডাউন তালা দিয়ে বের হয়ে দেখতে পাই একটি গোডাউনে আগুন জ্বলছে।
তিনি বলেন, মুহূর্তেই গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে। এখানে অর্ধশতাধিক গোডাউন রয়েছে। এ অগ্নিকাণ্ডের ফলে তার গোডাউনে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান গোডাউন মালিক মাসুদ।
ঘটনাস্থলে থাকা সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদউদ্দীন জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এসএস