বুধবার, ০৭ মে ২০২৫, ০৯:৪২ পূর্বাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসী এলাকায় অভিযান চালিয়ে পাঁচ পরিবহন চাঁদাবাজকে আটক করেছেন র্যাব-১১ এর সদস্যরা। সোমবার (৯ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে তাদেরকে আটক করা হয়। এ সময় চাঁদাবাজির ছয় হাজার টাকা ও ২২টি চাঁদা আদায়ের রশিদ জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।
আটকরা হলেন- মো. সোহান (২০), মো. রানা মিয়া (২৩), মো. খোরশেদ আলম (৪৫), ফয়সাল মিয়া (১৯) ও লিয়ন মিয়া (১৯)।
র্যাব জানায়, এই চক্রটি দীর্ঘদিন ধরে রূপসী সড়কে ট্রাকচালক ও হেলপারদের ভয়ভীতি প্রদর্শন করে চাঁদাবাজি করে আসছে। তারা জোরপূর্বক প্রতিটি ট্রাক থেকে প্রতিদিন ৫০ টাকা থেকে ১০০ টাকা করে চাঁদা আদায় করে। আটকরা দীর্ঘদিন ধরে পলাতক আসামিদের যোগসাজশে অবৈধভাববে এ চাঁদা আদায় করে আসছিল বলে স্বীকার করেছে।
এই চাঁদাবাজ চক্রের অত্যাচারে ট্রাকচালক ও হেলপাররা অতিষ্ঠ হয়ে পড়েছিলেন। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
এসএস